রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫ জানুয়ারি, রবিবার রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি নেতৃত্বে নগরীর ঝাউতলা মোড় থেকে লক্ষীপুর মোড় ও সিএন্ডবি মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নেতা-কর্মীরা পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা এবং রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু–কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, সদস্য নীরব খাঁন তারেক, ফজলে রাব্বী, তানভির আহমেদ ফিরোজ, সারমাদ হোসেন, মশিউর রহমান হৃদয়, ফরিদ হোসেন, খোকন খাঁন, খালিদ হাসান, সোহাগ, পিন্টু, রাশেল, লেলিন, আলামিন, নাহিদ হাসান, রাকিবসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।