ডলারের মান বৃদ্ধিতে রূপপুর পারমাণবিক কেন্দ্রের খরচ বেড়েছে

রূপপুর প্রকল্পে ১৬৬ কোটি টাকা সাশ্রয় সম্ভব, ব্যয় বেড়লেও সরকারি চাপ কম
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মোট ব্যয় বেড়েছে, তবে সরকারি তহবিলে চাপ কমেছে। ডলারের মান বৃদ্ধির কারণে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি টাকায়। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, সরকারি তহবিল থেকে প্রায় ১৬৬ কোটি টাকা সাশ্রয় হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ব্যয়ের বৃদ্ধি মূলত ডলারের মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতার কারণে। খরচ সমন্বয়ে ৩৪টি খাতে বরাদ্দ বাড়ানো হলেও ৪৯টি খাতে খরচ কমানো হয়েছে। নতুন খাত যুক্ত করা হয়েছে, সরকারি কর্মী, জমি অধিগ্রহণ, বিদ্যুৎ বলি ও পরামর্শ ফিতে সাশ্রয় হয়েছে।
রূপপুর প্রকল্পে নতুন সময়সীমা অনুযায়ী ২০২৮ সালের জুন পর্যন্ত কাজ চলবে। কোভিড মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় প্রকল্পের সময়সীমা পুনঃনির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক তুলনায় রূপপুর প্রকল্পের ব্যয় যৌক্তিক মনে করা হচ্ছে।






