বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্বচ্ছতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের খসড়া মহাপরিকল্পনায় স্বচ্ছতা নিশ্চিত ও পরিকল্পনা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহানগরীর অলকার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (২০২৬–২০৫০) প্রণয়নে নাগরিক সমাজ, সাধারণ মানুষ ও স্বাধীন বিশেষজ্ঞদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। কোনো ধরনের উন্মুক্ত পরামর্শ ছাড়াই দীর্ঘমেয়াদি ও ঝুঁকিপূর্ণ পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

বক্তারা বলেন, খসড়া পরিকল্পনায় ‘এনার্জি ট্রানজিশন’ শব্দটি ব্যবহার করা হলেও প্রকৃত নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ১৭ শতাংশ। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

কর্মসূচি থেকে ইপিএসএমপি ২০২৫ বাতিল, অংশগ্রহণমূলক জাতীয় পরামর্শ শুরু এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানির রোডম্যাপ প্রণয়নের দাবি জানানো হয়।