বিজিবি’র দুর্গম পাহাড়ি ভোটকেন্দ্র পরিদর্শন ও শিক্ষা সহায়তা

দূর্গম পাহাড়ি এলাকায় শিক্ষাসামগ্রী বিতরণে বিজিবির মানবিক উদ্যোগ।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিরীক্ষণে বিজিবির সেক্টর কমান্ডার থানচির দুর্গম রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনের সময় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও বৃত্তি বিতরণ করা হয়।
কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, সেক্টর কমান্ডার (বলিপাড়া জোন-৩৮ বিজিবি), থানচি উপজেলার রেমাক্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান। নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার প্রস্তুতি যাচাই করেন তিনি। এ সময় স্থানীয় শিক্ষক, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন এবং গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন সেক্টর কমান্ডার। একজন এতিম পাহাড়ি ছাত্রকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করে তিনি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিজিবির অঙ্গীকার জানান। এ ধরনের সহায়তা দুর্গম এলাকায় অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এই উদ্যোগ নির্বাচনী প্রস্তুতি ও সামাজিক কল্যাণের সমন্বয় ঘটিয়েছে।






