পাহাড়ে ব্রিগেড ও ২৪৬ সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষার আহ্বান জানায় স্থানীয় নাগরিকরা।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জোরদারের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বান্দরবান শহরের সহিত আবু সাইদ মুক্ত মঞ্চে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রত্যাহারকৃত একটি ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের জোরালো দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঘাটতি, ভূমি ব্যবস্থাপনায় জটিলতা ও অর্থনৈতিক কার্যক্রমে প্রতিবন্ধকতার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। বাজারফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ পুনরায় চালু করা, জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড বাতিল করে দেশের অন্যান্য ৬১ জেলার মতো স্বাভাবিক ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর দাবি জানান তারা।

মানববন্ধনে আরও বলা হয়, জমি ক্রয়-বিক্রয়, ব্যবসা, চাকরি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে রাজার সনদের বাধ্যবাধকতা বাতিল করতে হবে। পাশাপাশি হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সকল উপজেলা ভূমি অফিসে ভূমির কর ও খাজনা পরিশোধের অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। তিনি বলেন, “পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রত্যাহারকৃত ব্রিগেড ও সেনাক্যাম্প পুনঃস্থাপন এখন সময়ের দাবি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম সওদাগর ও বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল বশর। মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলম।

এছাড়া কর্মসূচিতে নাগরিক পরিষদ, যুব পরিষদ, ছাত্র পরিষদ ও মহিলা পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি মানবিক ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।