নাটোরে জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, নাটোর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ ও নাটোর-৩ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার আবেদন জমা দেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে এবি পার্টির এএসএম মোকাররেবুর রহমান বাবু, খেলাফত মজলিসের আজাবুল হক ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মনোনয়ন প্রত্যাহার করেছেন।
নাটোর-৩ (সিংড়া) আসনে ১০দলীয় জোটের এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে জামায়াত নেতা অধ্যাপক মোঃ সাইদুর রহমান এবং খেলাফত মজলিসের টিংকু সরদার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নাটোর-১ আসনের প্রত্যাহারকারী প্রার্থীরা ১০দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা আবুল কালাম আজাদকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন।