বান্দরবানে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জোটগত কারণে জামায়াত প্রার্থী নাম প্রত্যাহার

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে প্রার্থীর পক্ষে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

জামায়াত ইসলামী জানায়, পার্বত্য এলাকায় দলের ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও জোটগত নির্বাচনের কারণে কেন্দ্রীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। তারা জানিয়েছেন, জোটের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতা-কর্মী ও সমর্থকরা কাজ করে যাবেন।

মনোনয়ন প্রত্যাহারের প্রসঙ্গে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেছেন, বান্দরবানের সংসদীয় আসনে যদি বাইরের জেলার প্রার্থী—যার সামাজিক শিকড় নেই এবং ভবিষ্যতে স্থায়ী রাজনীতিতে অংশ নেওয়ার সম্ভাবনা নেই—নির্বাচিত হন, তা শুধু নির্বাচনী ভুল নয়, দীর্ঘ মেয়াদে রাজনীতির জন্যও ক্ষতিকর।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন: বিএনপি: সাচিং প্রু জেরী, এনসিপি: আবু সাঈদ শাহ্ সুজাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মাওলানা মো: আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের): আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

জামায়াত নেতৃবৃন্দ মনোনয়ন প্রত্যাহারের পর দুঃখ প্রকাশ করেছেন এবং দলের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।