রাজশাহীতে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে যুবদলের দোয়া

রাজশাহী যুবদলের আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ মামুন অর রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদিন শিবলী। সভার সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

এতে রাজশাহী মহানগর যুবদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, ৮টি সাংগঠনিক থানা ও সকল ওয়ার্ড যুবদলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতারা বঙ্গবন্ধু কন্যার স্বপ্নময় বাংলাদেশের অগ্রযাত্রায় দেশের যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।