৩০ বছর কারাবন্দি থাকার পর মুক্ত রাহেলা

জেল কর্তৃপক্ষের মানবিক সহায়তায় ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
নিজস্ব প্রতিবেদক, আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলার দিঘা গ্রামের বাসিন্দা রাহেলা বেগমের (৬৫) দীর্ঘ ৩০ বছরের বন্দি জীবনের অবসান হয়েছে জেল কর্তৃপক্ষের মানবিক সহায়তায়। ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। দীর্ঘ সময় কারাভোগের পর সশ্রম দণ্ডের মেয়াদ শেষ হলেও জরিমানার অর্থ পরিশোধে অক্ষম থাকায় মুক্তি বিলম্বিত হয়।
নওগাঁ জেলা কারাগারের জেলসুপার রত্না রায় জানান, আদালতের ধার্য করা পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা পরিশোধ করতে না পারায় রাহেলা বেগমের মুক্তি আটকে ছিল। কারা মহাপরিদর্শকের নির্দেশনায় ওই অর্থ পরিশোধের ব্যবস্থা করা হলে গত ১২ জানুয়ারি তাঁকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

রাহেলার বড় বোন সাহেলা বেগম বলেন, পরিবারের অন্য সদস্যরা না থাকায় মুক্তির পর তিনি এখন তাঁর বাড়িতেই আশ্রয় নিয়েছেন। তিনি রাষ্ট্র ও সমাজের কাছে মানবিক সহায়তার আহ্বান জানান।
তিন দশক পর কারাগারের লোহার ফটক পেরিয়ে মুক্ত আকাশে পা রাখা রাহেলা বেগমের মুক্তি শুধু একজন বন্দির মুক্তি নয়, বরং মানবিক দায়বদ্ধতার এক বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।






