সাভারে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উদ্বোধন

মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধে ভবিষ্যৎ প্রজন্ম গড়তে নৌবাহিনীর নতুন উদ্যোগ!
টু্ইট প্রতিবেদক: শিক্ষার মাধ্যমে আগামীর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সাভারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার।
আজ রবিবার (১৮ জানুয়ারি) সাভারের বিরুলিয়ার ছোটকালিয়াকৈরে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বোর্ডের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার মানোন্নয়নে নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা ও মানবিক উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে।
‘শিক্ষাই প্রগতি’—এই মূলমন্ত্রকে ধারণ করে আধুনিক শিক্ষা পরিবেশে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।







