এমবাপ্পের পেনাল্টিতে ঘুরে দাঁড়াল রিয়াল

দুয়োর মাঝেই লেভান্তেকে হারাল রিয়াল
টুইট ডেস্ক: লা লিগায় লেভান্তের বিপক্ষে শুরুতে চাপে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেললেও গ্যালারির চিত্র ছিল ভিন্ন। নিষ্প্রভ পারফরম্যান্সে বিরক্ত সমর্থকরা খেলোয়াড়দের পাশাপাশি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেও দুয়ো দিতে থাকেন।
প্রথমার্ধে আক্রমণে কোনো ধারই দেখাতে পারেনি রিয়াল। গোলের মতো উল্লেখযোগ্য সুযোগও তৈরি হয়নি। হতাশা স্পষ্ট ছিল গ্যালারিতে।
দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। একটি পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ঠান্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এই গোলেই আত্মবিশ্বাস ফিরে পায় স্বাগতিকরা।
এরপর কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাউল আসেনসিও। তার গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়াল।
এই জয়ে লা লিগা টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রইল কার্লো আনচেলত্তির দল। আগামীকাল বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে—সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছে মাদ্রিদ শিবির।






