রাজশাহীতে পুলিশ কল্যাণ সভায় আইজিপি’র সতর্কবার্তা

ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ আইজিপি’র

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) রাজশাহী পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি সভায় পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা শুনেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি নির্বাচনের সময় দায়িত্বশীল, পেশাদার ও আইনানুগ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

আইজিপি বলেন, বলপ্রয়োগ প্রয়োজন অনুযায়ী সীমিত করতে হবে, আইন অমান্য বা অবৈধ সুবিধা গ্রহণ করা যাবে না। এছাড়া ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থার ঝুঁকির বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় আরএমপি ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা অংশ নেন। কল্যাণ সভা পুলিশ সদস্যদের কল্যাণ এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসের মধ্য দিয়ে সমাপ্ত হয়।