মনোনয়নপত্র শুনানিতে ইসিতে উত্তেজনা

নির্বাচনী আপিল শুনানিতে ইসিতে হট্টগোল ও আইনজীবী বিবাদ
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানিতে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ে আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত মনোনয়নপত্র বৈধতার আপিলের শুনানির সময় এই ঘটনা ঘটে।
শুনানির মাঝে সংশ্লিষ্ট আইনজীবিদের ব্যাখ্যা নেওয়ার পর ইসি আধা ঘণ্টার বিরতি দেন। বিরতির সময় পক্ষে-বিপক্ষের আইনজীবীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহও উত্তেজিত হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেন।
পরে আইনজীবীরা আব্দুল আউয়ালকে সরিয়ে নেন এবং তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহকে শান্ত করার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আব্দুল আউয়াল গালিগালাজ ও বল প্রয়োগের চেষ্টা করেছেন।






