পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে নতুন তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,পাবনা : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে পাবনা-১ ও ২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জানুয়ারি (রোববার), বাছাই হবে ১৯ জানুয়ারি (সোমবার)। মনোনয়নবাছাইয়ের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং ২৫ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত, ব্যালট পেপারের মাধ্যমে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে ভোটাধিকার প্রয়োগ করবেন।