রাজশাহীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর সোনাদিঘির মোড়ে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মারসাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।






