রাজশাহী-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী তারেক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ৩ জানুয়ারি ভোটার স্বাক্ষরে ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে নির্বাচনী কমিশনে আপিল করলে মনোনয়ন পুনর্বহাল হয়।
মনোনয়ন ফিরে পাওয়ার পর তারেক বলেন, “মহান আল্লাহর রহমত ও নেতাকর্মীদের দোয়ায় শত বাধা পেরিয়ে মনোনয়ন বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক-তৃতীয়াংশ ভোটারের স্বাক্ষরের বিধান বৈষম্যমূলক, এ ধরনের আইন পুনর্বিবেচনা করা উচিত।”






