অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল ২০২৬

বিসিবি স্থগিত করল বিপিএল, নাজমুলের বিতর্কিত মন্তব্যে ক্রিকেটাররা অনড়

টুইট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও ক্রিকেটারদের বিরোধের প্রেক্ষিতে চলমান বিপিএল ২০২৬ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। প্রধান কারণ, ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার না করা। আজ বৃহস্পতিবার রাতে ফ্রাঞ্চাইজিদের আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হবে।

বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুল ইসলামকে সরানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সংস্থার সর্বোত্তম স্বার্থে নেয়া সিদ্ধান্ত এবং ক্রিকেটারদের স্বার্থ ও মর্যাদা রক্ষার অঙ্গীকার বজায় থাকবে।

অপরদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব ঘোষণা করেছে, নাজমুল পদত্যাগ না করলে তারা মাঠে ফিরবে না। সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তবে আমাদের দাবিগুলো মেনে নিলে খেলতে আগ্রহী।”

এ পরিস্থিতির কারণে আজ রাজশাহী ওয়ারিয়রস বনাম সিলেট টাইটানস এবং নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

নাজমুলের বিতর্কিত মন্তব্যের মধ্যে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ বিষয়ক উক্তি এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেওয়া। কোয়াব মনে করছে, এই মন্তব্য গ্রহণযোগ্য নয়।