নাটোর-পুঠিয়ায় নির্বাচন প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নাটোর ও রাজশাহীর পুঠিয়ায় পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত এ দুই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক সমন্বয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
নাটোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)।
অন্যদিকে পুঠিয়া উপজেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে “গণভোট-২০২৬ প্রচার-প্রচারণার অংশ হিসেবে পুঠিয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ন. ম. বজলুর রশীদ গণভোট সম্পর্কে জনসাধারণের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণভোটের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।






