লিচুর বাগানে গানের তারকার নতুন জীবন

টুইট ডেস্ক: আজ বুধবার (১৪ জানুয়ারি) গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজন করা হয়।

সকালেই গায়েহলুদ অনুষ্ঠিত হয়, আর সন্ধ্যায় সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। রাফসান সামাজিক মাধ্যমে অনুষ্ঠান থেকে কিছু স্থিরচিত্র প্রকাশ করে নতুন জীবনের জন্য সবাইকে দোয়ার আবেদন করেন।

এরপর রাফসান একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে গায়েহলুদ থেকে বিয়ের মিষ্টি কিছু মুহূর্ত উঠে এসেছে। ভিডিওতে দেখা যায়, দুজনেই সাদা পোশাকে এবং কবুলের সময় একে অপরের সঙ্গে আপ্লুত। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাও পাশে ছিলেন।

ভিডিওতে রাফসান জেফারের প্রশ্নে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “ফুল ফিলিং। জীবনে আগে অনেক কিছু ঘটছিল, একধরনের অস্থিরতা ছিল। এখন সব শান্ত, আমি শান্তিতে আছি।”

রাফসানের ফেসবুকে প্রকাশিত ভিডিওটি মাত্র ৩ ঘণ্টায় ২৫ লাখবার দেখা হয়েছে। ভিডিওতে ১ লাখ ২০ হাজার রিয়েক্ট ও প্রায় ৯,৫০০ মন্তব্য জমা পড়েছে।