ফেলানীর ছোট ভাই আরফান বিজিবিতে শপথ নিলেন

টুইট ডেস্ক: সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই মো. আরফান হোসেন আজ আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিপাহি পদে শপথ নিয়েছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ট্রেনিং শেষ করে আজ শপথ গ্রহণ করেছেন আরফান। এখন থেকে তিনি বিজিবির দায়িত্ব পালন করবেন।”

শপথ গ্রহণের পর আরফান বলেন,“আমার বোনকে যে সীমান্তে হত্যা করা হয়েছে, আজ আমি সেই সীমান্তের রক্ষী। চাইব না যেন আর কারও বোন বা সন্তান এমনভাবে হত্যা হয়। জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব।”

আরফান ২৩ ফেব্রুয়ারি ১৫ বিজিবি আয়োজিত সিপাহি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এক অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরফানের বাবা মো. নুরুল ইসলাম, যিনি সন্তোষ প্রকাশ করে বলেন,

“ছেলের এই চাকরি তার যোগ্যতায় হয়েছে। তার সততা ও দক্ষতা থেকেই ফেলানীর আত্মা শান্তি পাবে।”

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী। আরফানের বিজিবিতে যোগদান শোকসন্তপ্ত পরিবারে কিছুটা হলেও আশা বয়ে এনেছে।