ঢাকায় ফুটবল বিশ্বকাপ ট্রপি

টুইট ডেস্ক: ফুটবল উন্মাদনার বাংলাদেশে আবারও এলো স্বপ্নের ফিফা বিশ্বকাপ ট্রফি। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল দশটার দিকে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি।

ঢাকার শাহজালাল বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি। ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

গত ৩ জানুয়ারি থেকে শুরু ফিফা বিশ্বকাপ ট্রফির ঘোরাঘুরি। আগামাী বিশ্বকাপ সামনে রেখে এবার সৌদি আরব দিয়ে বিশ্বভ্রমণের সূচনা হয় এই ট্রফির।

৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে ফিফা বিশ্বকাপ ট্রফি। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে।

বাংলাদেশে আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে। তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না।

গেলো ২৪ বছরে চারবার বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রপি। প্রথমবার আথিতেয়তা নেয় ২০০২ সালে। সোনারগাঁও হোটেলের সেই প্রদর্শনীই এ দেশের মানুষের মনে বুনে দিয়েছিল বিশ্বমঞ্চে ট্রফি দেখার স্বপ্ন।

এরপর ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে যখন দ্বিতীয়বার ট্রফিটি আসে, তখন উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। হোটেলের বলরুমে কাঁচের বাক্সে বন্দী সোনালী ট্রফিটির সাথে একটি ফ্রেমবন্দি ছবি হতে পারাই ছিল সে সময়কার সেরা প্রাপ্তি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বড় পর্দার মাধ্যমে ট্রফিটি লাইভে দেখানো হয়েছিল।

২০২২ সালে তৃতীয়বার ট্রফি আগমন আয়োজন ছিল সবচেয়ে বড়। ঢাকার আর্মি স্টেডিয়াম পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। যেখানে বিশাল কনসার্টের পাশাপাশি ট্রফি প্রদর্শনী অনুষ্ঠান ছিল। ফরাসি কিংবদন্তি ক্রিস্টিয়ান কারেম্বুর হাত ধরে আসা সেই ট্রফি দেখতে বৃষ্টি উপেক্ষা করেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। ট্রফিটি বঙ্গভবন ও গণভবনে নিয়ে যাওয়া হয়েছিল।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপজয়ী তারকা আর রাষ্ট্রপ্রধান ছাড়া এই ট্রফি কারও ছোঁয়ার অনুমতি নেই।