নানিয়ারচর প্রেস ক্লাবকে চেয়ার-টেবিল দিলো সেনা জোন

সাংবাদিকদের পাশে নানিয়ারচর সেনা জোন: প্রেস ক্লাবের মানোন্নয়নে চেয়ার-টেবিল প্রদান!
শহিদুল ইসলাম: নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় স্থানীয় সাংবাদিকদের কর্মক্ষেত্র উন্নয়নের লক্ষ্যে নানিয়ারচর প্রেস ক্লাবকে চেয়ার ও টেবিল প্রদান করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ক্লাবটির কার্যক্রম সহজতর করা এবং সাংবাদিকদের কাজের পরিবেশ আরও উন্নত করা।
হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জোন কমান্ডার, কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম ও দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুকের নিকট সরাসরি চেয়ার ও টেবিল হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।
উক্ত সহায়তা প্রদান করা হয় জোন কমান্ডারের পূর্বে নানিয়ারচর উপজেলা পরিদর্শনকালে প্রেস ক্লাবটিতে চেয়ার ও টেবিলের অভাব পরিলক্ষিত হওয়ার পর। তিনি তখন ক্লাবটির মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। আজ সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ক্লাবের জন্য আসবাবপত্র সরবরাহ করা হলো।
স্থানীয় সাংবাদিকরা সেনাবাহিনীর এই নিঃস্বার্থ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় মনে করছেন। তারা জানান, এই সহায়তা সাংবাদিকদের কাজের পরিবেশকে আরও সুষ্ঠু ও কার্যকর করবে। এছাড়া এলাকার জনগণও এই সহায়তাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও নানিয়ারচর সেনা জোন এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় সাংবাদিকদের জন্য সহযোগিতা ও সমর্থনের একটি প্রমাণ হিসেবে ধরা হচ্ছে, যা সাংবাদিক সমাজে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।






