তারাগঞ্জে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলায় মুজাহিদ ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে গত সোমবার (১২ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা দোকানের চারটি তালা কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান ওষুধ, বিভিন্ন ধরনের ইনজেকশন এবং ফ্রিজে সংরক্ষিত ভ্যাকসিন চুরি করে নিয়ে গেছে।

দোকান মালিক মোজাহিদ মুজাহিদ জানান, তিনি রাতে সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকানে এসে চারটি তালা কাটা দেখতে পান। শাটার খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, দোকানের প্রায় সব মূল্যবান ওষুধ চুরি হয়ে গেছে, যার আনুমানিক ক্ষতি ৫ লক্ষ টাকারও বেশি।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা আইন শৃঙ্খলার অবনতির ইঙ্গিত দিচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তারা আশা করছেন, পুলিশ দ্রুত খুঁজে বের করে চোরদের গ্রেফতার করবে এবং পুনরায় এমন ঘটনা রোধ করা হবে।