হাদি হত্যা মামলায় চার্জশিট দাখিল ১৫ জানুয়ারি

ছবি: সংগৃহিত

শরীফ ওসমান হাদির হত্যা মামলায় অভিযোগ গঠনের জন্য আদালত ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন।

টুইট ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলায় অভিযোগ গঠনের জন্য ঢাকার আদালত ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন।

আজ সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) দুপুরে এই তারিখ নির্ধারণ করা হয়। মামলার রাষ্ট্রপক্ষ তিনজন আইনজীবী নিযুক্ত করেছে।

মামলার ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মৃত্যু হয়।

মামলার তদন্ত ও আদালতের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশা প্রকাশ করেছেন মামলার পক্ষ।