আমার দেশ পরিবারের ফ্যামিলি ডে: ক্রিকেট উৎসবে খুশির হাসি

নীল দলের মুকুল খান ও লাল দলের জায়দান পেলেন বিশেষ সম্মাননা।

টুইট ডেস্ক: দৈনিক আমার দেশ পরিবারের সদস্যরা শ‌নিবার (১০ জানুয়ারি) একটি আনন্দময় ও স্মরণীয় দিন উপভোগ করেছেন।

কেরানীগঞ্জের শ্যামল বাংলা রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত ফ্যামিলি ডে-তে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ক্রিকেটকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

অনুষ্ঠানে চারটি দলে বিভক্ত হয়ে সদস্যরা তিনটি প্রীতি ম্যাচে অংশ নেন। লাল দল (মাল্টিমিডিয়া স্টার্স) ও নীল দল (অ্যাডমিন ও কম্পিউটার টাইগার্স) যৌথভাবে চ্যাম্পিয়ন হন। ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর; লাল দল ৫ ওভারে ৬৮ রান সংগ্রহ করে, আর নীল দল ৩.৪ ওভারে ৫৩ রান তুলতে সক্ষম হয়।

ম্যাচসেরা খেলোয়াড়: নীল দলের মুকুল খান
টুর্নামেন্ট সেরা: লাল দলের জায়দান

খেলা পরিচালনা করেন ক্রীড়া বিভাগের সিনিয়র স্পোর্টস রিপোর্টার এম. এম. মাসুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, প্রধান প্রতিবেদক বাছির জামাল, ক্রীড়া সম্পাদক এম. এম. কায়সার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে ট্রফি, পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।

ফ্যামিলি ডে শুধুমাত্র বিনোদনই নয়, বরং আমার দেশ পরিবারের সদস্যদের মধ্যে একতা, সহযোগিতা ও টিমস্পিরিট আরও দৃঢ় করেছে।