মোদিকে ট্রাম্পের বার্তা: রুশ তেল বন্ধ না হলে শাস্তি

ট্রাম্পের নতুন হুমকি: রুশ তেল আমদানি অব্যাহত রাখলে ভারতীয় পণ্যে আরও শুল্ক বাড়াবে যুক্তরাষ্ট্র।
বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে আবারও কঠোর সতর্কতা দিয়েছেন। রাশিয়া থেকে তেল আমদানি কমালেও যদি ভারত সম্পূর্ণভাবে না থামায়, তবে ভারতীয় পণ্যের ওপর আরও উচ্চহারে শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “মোদি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি রাখা খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) বাণিজ্য করে, আর আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।” তিনি দাবি করেন, ভারত ইতোমধ্যে রুশ তেল আমদানি কমিয়েছে মূলত যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতেই। তবে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য পুরোপুরি না কমালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।
গত বছর আগস্টে রাশিয়া থেকে সস্তা তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যার অর্ধেকই ছিল রুশ তেল কেনার ‘শাস্তি’। এর ফলে ভারতের রপ্তানি খাত, বিশেষ করে টেক্সটাইল, গয়না, সীফুড ও অটো পার্টস বড় ধাক্কা খেয়েছে। ভারত সরকার এ শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে সমালোচনা করে আসছে এবং জ্বালানি নিরাপত্তার স্বার্থে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার অবস্থানে অনড়।
সাম্প্রতিক সময়ে ভারত রুশ তেল আমদানি কিছুটা কমিয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে আরও তেল কিনছে। তবে সম্পূর্ণ বন্ধ করতে রাজি নয় নয়াদিল্লি। অন্যদিকে, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের পর বিশ্ব তেলবাজারে নতুন অস্থিরতা দেখা দিয়েছে, যা ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা চলমান থাকলেও রুশ তেল ইস্যুতে টানাপোড়েন কমেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক ফোনালাপে দ্বিপক্ষীয় বাণিজ্যের গতি ধরে রাখার বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এ ইস্যুতে সুরাহা হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এ হুমকি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর অংশ হলেও ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এ বিষয়ে নিজস্ব নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে।






