কুড়িগ্রাম মনোনয়ন যাচাই: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

কুড়িগ্রাম-৩ ও ৪ আসনে মনোনয়ন যাচাই শেষ: বহিষ্কৃত বিএনপি নেতার বাতিল, দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর স্থগিত।
টুইট ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৩ (উলিপুর) ও কুড়িগ্রাম-৪ (চিলমারী–রৌমারী–রাজিবপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে ও বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৃথকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে কুড়িগ্রাম-৩ আসনে শর্ত পূরণ না করায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় জেলা রিটার্নিং কর্মকর্তা।
এ আসনে মোট সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান, গণ অধিকার পরিষদের এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদ।
অন্যদিকে কুড়িগ্রাম-৪ আসনে যাচাই-বাছাই শেষে অংশগ্রহণকারী আটজন প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মো. রুকুনুজ্জামান, বিএনপির মো. আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদের শেখ মো. আব্দুল খালেক, বাসদ মার্কসবাদীর রাজু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছা. শেফালী খাতুন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাদের মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।





