হুথিদের ওপর আমেরিকা ও বৃটেইনের হামলায় তেলের দাম বৃদ্ধি: বিশ্বব্যাপী প্রভাব

‘রেড সি’ তে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা। ছবি : সংগৃহীত

বিশ্ব ডেস্ক: রেড সিতে হুথিদের ওপর আমেরিকা ও বৃটেইনের হামলার পর শুক্রবার (১২ জানুয়ারি) বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে।

সংঘাতের ফলে এমএসসিআই অল-ওয়ার্ল্ড শেয়ার ইনডেক্স (পিডিএফ) ০.৩ শতাংশ বেড়েছে। ইউরোপে এর প্রভাবে এসটিওএক্সএক্স সিক্স হানড্রেড (এসটিওএক্সএক্স) প্রায় ১ শতাংশ বেড়েছে। অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা সংস্থাগুলোর শেয়ারের সূচকও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে সূত্র হতে জানা গেছে।

‘রেড সিতে হুথিদের জাহাজে হামলার প্রতিক্রিয়ায় আমেরিকা ও বৃটেইন ইয়েমেনে হুথি সামরিক লক্ষ্যবস্তুতে আকাশ ও সমুদ্র থেকে হামলা চালায়।’ এই তথ্য প্রকাশের পর তেলের দাম ২.৬ শতাংশ বেড়েছে।

‘ব্রেন্ট ক্রুড সবশেষ ব্যারেল প্রতি ২.৪৫ শতাংশ বেড়ে ৭৯.২৫ ডলারে দাঁড়িয়েছে। আমেরিকান ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডাব্লু টি আই) অপরিশোধিত তেল ২.৬ শতাংশ বেড়ে ৭৩.৮৬ ডলারে দাঁড়িয়েছে।’

‘‘দাইওয়া ক্যাপিটাল মার্কেটসের অর্থনৈতিক গবেষণা বিভাগের প্রধান ক্রিস স্কিক্লুনা বলেন, ‘আজ (১২ জানুয়ারি) সকালে, তেলের দাম উল্লেখযোগ্যহারে পরিবর্তিত হয়েছে। ব্রেন্ট ক্রুড এখনও ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে রয়েছে। এটি প্রবৃদ্ধির জন্য ভাল নাও হতে পারে, তবে এটি মুদ্রাস্ফীতির দৃষ্টিকোণ থেকে উদ্বেগের বিষয় নয়। এটি এমন কিছু নয় যা অনেক পার্থক্য গড়ে দেবে।’’