নাজমুল হুদা মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি নিযুক্ত

মো. নাজমুল হুদা সরকার মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত।
টুইট ডেস্ক: মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) মো. নাজমুল হুদা সরকারকে উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। এই নিয়োগ ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ব্যাংকের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদোন্নতির আগে মো. নাজমুল হুদা সরকার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্বে ছিলেন।
২৭ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে মো. নাজমুল হুদা সরকার নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যয়-কার্যকারিতা, কৌশলগত পরিকল্পনা, ডিজিটাল রূপান্তর এবং দক্ষ সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশ ও জাপানে বিভিন্ন নেতৃত্ব ও প্রকৌশলী পদে কাজ করেছেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে কাজ করার সময় ব্যাংকটিকে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। এছাড়া জাপানের Match.com-এ সিনিয়র অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। Fujitsu, Nissan Motor, IDLC Finance PLC এবং National Life Insurance-এও তার কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মো. নাজমুল হুদা সরকার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ইলেকট্রনিকস ও কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদোন্নতি ব্যাংকের ডিজিটালাইজেশন এবং প্রযুক্তিগত উন্নয়নে তার অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তার নতুন দায়িত্বে সাফল্য কামনা






