দুবাই থেকে ভিডিও বার্তা: হাদী হত্যায় নিজেকে নির্দোষ দাবি ফয়সালের

দুবাই থেকে ভিডিও বার্তায় ফয়সাল করিম মাসুদ, হাদী হত্যাকাণ্ডে নতুন বিতর্ক।

টুইট প্রতি‌বেদক: শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে আলোচিত ফয়সাল করিম মাসুদ (ওরফে দাউদ খান) দুবাই থেকে একটি ভিডিও বার্তায় আত্মপক্ষ সমর্থন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি হত্যাকাণ্ডে নিজের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেন এবং দায় চাপান জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ওপর।

ভিডিও বক্তব্যে ফয়সাল করিম মাসুদ দাবি করেন, ওসমান হাদীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল শুধুমাত্র ব্যবসায়িক। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক অনুদানের বিনিময়ে সরকারি কন্ট্রাক্ট পাওয়ার আশ্বাসের প্রেক্ষিতেই হাদীর সঙ্গে যোগাযোগ ছিল।

তবে এই বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

ফয়সাল আরও বলেন, চলমান মামলায় তাঁকে এবং তাঁর পরিবারকে ‘উইচ হান্ট’-এর শিকার করা হচ্ছে। তাঁর দাবি, একটি প্রভাবশালী মহল প্রকৃত অপরাধীদের আড়াল করতে তাঁকে বলির পাঁঠা বানাচ্ছে।

রাজনৈতিক প্রেক্ষাপট ও পাল্টাপাল্টি অভিযোগ

ফয়সালের এই ভিডিও বার্তা প্রকাশের পর হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে বিভিন্ন পক্ষ ভারত ও আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করলেও, ফয়সালের বক্তব্যে অভিযোগের তীর ঘুরে যায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দিকে।

এদিকে, ওসমান হাদীর পরিবার ও সহকর্মীরা ফয়সালের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তাঁরা দ্রুত ফয়সালকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুবাই থেকে প্রকাশিত ভিডিও বার্তার তথ্য যাচাই করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।