নরেন্দ্র মোদির এক্স বার্তা: খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা
টুইট ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে তার শোকবার্তা প্রকাশ করেন, যেখানে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদানের কথা স্মরণ করেন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী মোদির পোস্টটি (৩০ ডিসেম্বর ২০২৫ সকালে প্রকাশিত) হুবহু নিম্নরূপ:
“Deeply saddened to learn about the passing away of former Prime Minister and BNP Chairperson Begum Khaleda Zia in Dhaka.Our sincerest condolences to her family and all the people of Bangladesh. May the Almighty grant her family the fortitude to bear this tragic loss.As the first woman Prime Minister of Bangladesh, her important contributions towards the development of Bangladesh, as well as India-Bangladesh relations, will always be remembered.I recall my warm meeting with her in Dhaka in 2015. We hope that her vision and legacy will continue to guide our partnership.May her soul rest in peace.”
এই পোস্টে দুটি ছবি সংযুক্ত ছিল—একটি খালেদা জিয়ার প্রতিকৃতি এবং অন্যটি ২০১৫ সালে ঢাকায় তাদের সাক্ষাতের স্মৃতিচিহ্নিত ছবি। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক-রিপোস্ট পেয়েছে।
খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে এবং আন্তর্জাতিক নেতারা শোক প্রকাশ করছেন।
নরেন্দ্র মোদির এই শোকবার্তা ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে ভারতের সাথে সম্পর্কের বিভিন্ন পর্যায় দেখেছেন। ২০১৫ সালে মোদির ঢাকা সফরকালে তাদের সাক্ষাৎ হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। মোদি তার বার্তায় সেই সাক্ষাতের “উষ্ণতা” স্মরণ করে বলেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে।
এছাড়া, অন্যান্য আন্তর্জাতিক নেতারাও শোক প্রকাশ করেছেন:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের দূতাবাস।
ভারতের প্রধানমন্ত্রীর এই শোকবার্তা দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা প্রতিফলিত করে। খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান ঘটলেও তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।







