ফয়সালের দুই সহযোগী ভারতে আটক

ফাইল ছবি

ওসমান হাদির খুনি ফয়সালের দুই সহযোগী ভারতে আটক।

টুইট ডেস্ক: ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম (‘দাউদ’)-এর দুই সহযোগী ভারতের মেঘালয়ে আটক হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় ঘটানো সেই হানাহানী পূর্ব পরিকল্পিত ছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র, চার্জশিট প্রস্তুতি এবং গ্রেপ্তার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি।

ডিএমপি জানায়, মূল সন্দেহভাজন ফয়সাল করিম দেশত্যাগ করে বর্তমানে দেশে নেই; তিনি ভারতের মেঘালয়ের দিকে পালিয়েছে বলে তথ্য এসেছে। তাকে সাহায্য করার অভিযোগে তার দুই সহযোগী — পুত্তি ও স্বামী — ভারতের মেঘালয় থেকে আটক করা হয়েছে। ফয়সালকে অবৈধভাবে পাচার বা সহায়তা করার বিষয়টি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অনুসন্ধান করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

এ পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত মামলার চার্জশিট দাখিল করার পরিকল্পনা রয়েছে; আগামী ৭–১০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে এবং ৭ জানুয়ারির মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

ডিএমপি শহিদ শরিফ ওসমান হত্যা মামলায় তদন্তে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও হত্যার পরিকল্পনা-মোটিভ চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি কারণ প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করা যায়নি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, “ভারতের মেঘালয় পুলিশের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে তাদের তথ্য ও সহায়তা ভিত্তিতে পুত্তি ও স্বামীকে আটক করা হয়েছে। ফয়সালকে দ্রুত গ্রেপ্তার করতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে।”