ধানমন্ডি শ্বশুরবাড়িতে সময় কাটালেন তারেক রহমান

টুইট নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানমন্ডিতে শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ যান, যেখানে স্ত্রী জুবাইদা রহমানের পরিবার তাকে স্বাগত জানায়। সেখানে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং জুবাইদার বড় বোন শাহিনা জামান বিন্দু উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, তারেক রহমান কয়েক ঘণ্টা স্বজনদের সঙ্গে সময় কাটান। মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, তিনি নেট দিয়ে আটকে রাখা ঘরে বিড়ালগুলোকে আদর করছেন, যা তার প্রাণিপ্রেমী স্বভাবকে প্রকাশ করছে।

তারেক রহমান যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর দেশে ফিরে, প্রথমে বিমানবন্দর থেকে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন, পরে মা খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যান। এরপর ভোটার হওয়ার কাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এবং শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা জানান।