কলকাতায় দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হিজাব খুলে হেনস্তা

টুইট ডেস্ক: কলকাতার এক শিক্ষাপ্রতিষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হিজাব খুলে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কলেজ প্রাঙ্গণে সংঘটিত হয়েছে, যেখানে আক্রান্ত ছাত্রীদের ওপর সাধারণ জনগণের চোখের সামনে অবৈধভাবে চাপ প্রয়োগ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রীদের নিরাপত্তা ও মানসিক স্বাচ্ছন্দ্যের প্রতি কোনো নজর রাখা হয়নি। পুলিশ ও প্রশাসন ঘটনার সত্যতা যাচাই করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
অভিভাবক, শিক্ষার্থী ও মানবাধিকার সংগঠনগুলো ঘটনার নিন্দা জানিয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।






