গুলিস্তানে নির্মাণাধীন মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার মার্কেটের ওপর নির্মাণাধীন অংশে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ৫টা ৩৩ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।