গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে সরকার

টুইট ডেস্ক: গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার। জনসম্পৃক্ততা রয়েছে- এমন মন্ত্রণালয়গুলোকে এ প্রচারে যুক্ত করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত প্রতি শুক্রবার জুমার নামাজে সারাদেশে সব মসজিদ থেকে গণভোটে অংশ নিতে মুসল্লিদের উদ্বুদ্ধ করবেন ইমাম-খতিবরা। মন্দির, প্যাগোডা, চার্চ থেকেও গণভোটের প্রচার চালানো হবে। সরকারের বিভিন্ন সুবিধাভোগীদের মাধ্যমে প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে হবে গণভোট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর হবে এই গণভোট। চারটি ভাগে একটি প্রশ্নে গণভোট হবে।
ভোটারদের কাছে জানতে হবে জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে তারা সম্মতি দিচ্ছেন কিনা। এ-সংক্রান্ত ৯ সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে। যে ৩০ সংস্কার প্রস্তাবে কোনো দলের নোট অব ডিসেন্ট নেই, সেগুলোও গণভোটের প্রশ্নে থাকবে। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ১৮০ দিনের এসব সংস্কার বাস্তবায়ন করবে আগামী নির্বাচনে জয়ী এমপিদের নিয়ে গঠিত সংবিধান সংস্কার পরিষদ। বাকি ৯ সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলো তাদের দেওয়া নোট অব ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দল, এনসিপি, এবি পার্টিসহ সংস্কারে অংশ নেওয়া বেশির ভাগ দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
বিএনপি গণভোট বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি। দলটি ‘হ্যাঁ’ নাকি ‘না’-এর পক্ষে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহ্বান জানিয়েছেন ভোটারদের। যদিও তাঁর কার্যালয়ের সূত্র জানিয়েছে, সরকারের কেউ কেউ গণভোটের প্রচারের পক্ষে ছিলেন না। তবে প্রধান উপদেষ্টার ইচ্ছায় শেষ পর্যন্ত সরকারিভাবে গণভোটের পক্ষে প্রচার শুরু করা হচ্ছে।
গত বুধবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গণভোটের পক্ষে প্রচারে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এতে সিদ্ধান্ত হয়েছে, আট বিভাগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সেমিনার করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয় গণভোটের পক্ষে প্রচারের জন্য কনটেন্ট তৈরি করবে। তথ্য, কৃষি, স্বাস্থ্য এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, নির্বাচন ও গণভোটে অংশ নিতে নাগরিকদের উদ্বুদ্ধ করবে সরকার। এ জন্য আগামী রোববার থেকে কার্যক্রম শুরু হবে।






