গ্রেপ্তারের পর ওয়ারেন্টভুক্ত আসামী ছেড়ে দিলো পুলিশ

টুইট নিউজ ডেস্ক: খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশিদের সহযোগী ও ওয়ারেন্টভুক্ত আসামী এমডি আসলাম হোসেনকে গ্রেপ্তারের পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা সদর থানার পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় নগরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার কেসিসি মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয় এমডি আসলাম হোসেনকে। তিনি খুলনা সদর থানার নন-এফআইআর প্রসিকিউশন মামলা নং ৩৫৬/২৫ (তারিখ ৮/১২/২৫), দণ্ডবিধি ৫০৬ ধারায় ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেপ্তারের কিছু সময় পর তাকে থানায় নিয়ে আসার পরই ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় অর্থ লেনদেনের কথাও ছড়িয়ে পড়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন দাবি করেন, আসামি গুরুতর অসুস্থতার কথা জানালে তাকে একজনের জিম্মায় দেওয়া হয়েছে, কোনো আর্থিক লেনদেন হয়নি। তবে আইনজ্ঞ ও সচেতন মহল পুলিশের এই যুক্তিতে সন্তুষ্ট নয়। তারা বলছেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে আদালতে হাজির করা বাধ্যতামূলক এবং অসুস্থ হলে সরকারি হাসপাতালে ভর্তি করা উচিত ছিল।
নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এই বিষয়ে প্রতিক্রিয়া দেননি।






