হাদিকে হত্যার ঘটনায় অটোরিকশার চালক সাক্ষ্য দিয়েছেন

টুইট নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঘটনার দিন তার অটোরিকশা চালক মো. কামাল উদ্দিন (৪৬)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আহমেদ ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।
মামলার তদন্তকারী ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ জানিয়েছেন, শহিদ শরিফ ওসমান হাদি মো. কামাল হোসেনের অটোরিকশায় মতিঝিলের খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন। কামাল উদ্দিন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য দিতে চান।
গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর বিজয়নগরে হামলার পর গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতাল এবং পরে এভারকেয়ার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন ২০২৫ সালের ২৫ ডিসেম্বর রাতে মৃত্যু হয়।
ওসমান হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে ১৪ ডিসেম্বর মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সালসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। হত্যাচেষ্টার পরিকল্পনা, অর্থ যোগানদাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।
ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে ১৪ ডিসেম্বর গ্রেফতার করে র্যাব। তবে ফয়সাল করিমের খোঁজ এখনও পাওয়া যায়নি।






