বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ

টুইট নিউজ ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কর্মী-সমর্থকরা। তারা বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর সংঘটিত নির্যাতন হচ্ছে, দাবী করে প্রতিবাদ জানায়।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আনন্দময়ী কালীবাড়ি থেকে মিছিল শুরু হলেও রাজ্য পুলিশ আখাউড়া-আগরতলা সড়কের সদর কার্যালয়ের সামনে নিরাপত্তাজনিত কারণে মিছিলটি থামিয়ে দেয়। এতে কিছু সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়, তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ব হিন্দু পরিষদের নেতারা অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উপেক্ষিত হচ্ছে। তারা অবিলম্বে ন্যায্য তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।






