উচ্চ খরচ ও কম ফলনে রাজশাহী আমের বাগান কেটে ফেলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চারঘাট: রাজশাহী দেশের সুপরিচিত আম উৎপাদন অঞ্চলে হলেও, বর্তমানে আম চাষে সংকট দেখা দিয়েছে। বাগানে আমের সঠিক ফলন না পাওয়া, উৎপাদনের খরচ বেড়ে যাওয়া এবং বাজারে আমের মূল্য কম থাকার কারণে চাষীরা বাধ্য হয়ে আমের গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিচ্ছেন। গত দুই বছরে রাজশাহীতে প্রায় ১ হাজার ৭১৪ হেক্টর জমির আমের গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে চারঘাটে ৪১৬ হেক্টর এবং বাঘায় ৫১০ হেক্টর জমির বাগান ধ্বংস হয়েছে।
চাষীরা জানান, খরচের তুলনায় ফলন কম হওয়ায় বছরের পর বছর লোকসান হচ্ছে। তাই ধান, গম, সবজি, আদা, হলুদ, পেয়ারা ও ড্রাগন ইত্যাদি বিকল্প ফসল চাষে ঝুঁকছেন। চারঘাটের আব্দুল মান্নাফ বলেন, পাঁচ বিঘা জমিতে বিভিন্ন জাতের আম গাছ রোপণ করেছিলেন, কিন্তু এবার বাগান কেটে অন্য ফসলের দিকে মনোযোগ দিচ্ছেন।
অন্যদিকে ব্যবসায়ীরা জানান, রাজশাহীর তুলনায় নওগা ও সাতক্ষীরা অঞ্চলের আম বাজারে আগে আসে এবং ভালো দাম পায়। ফলে স্থানীয় চাষীর জন্য বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ চারঘাট উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, যদিও কিছু আম গাছ কেটে ফেলা হচ্ছে, তবে ওই জমিতে নতুনভাবে উৎপাদনশীল আম গাছ লাগানো হচ্ছে।
রাজশাহী অঞ্চলের এই সংকট চাষী ও ব্যবসায়ীদের জন্য বড় অর্থনৈতিক প্রভাব ফেলেছে এবং দীর্ঘমেয়াদে আম উৎপাদনে স্থিতিশীলতা রক্ষায় চ্যালেঞ্জ সৃষ্টি করছে।






