১৫০.৭৫ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক তরুণদের কর্মসংস্থানের জন্য

টুইট নিউজ ডেস্ক: বিশ্বব্যাংক বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়ন দিয়েছে স্বল্পআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান সম্প্রসারণের জন্য। এই অর্থায়নের মাধ্যমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর ওপর।

রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় এবার প্রায় ১ লাখ ৭৬ হাজার যুবকের জন্য নতুন কর্মসংস্থান ও আয়বর্ধক সুযোগ সৃষ্টি হবে। এর আগে ২ লাখ ৩৩ হাজার মানুষ প্রকল্পের সুবিধা ভোগ করেছেন।

প্রকল্পে অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্রঋণসহ সমন্বিত সেবা পাবেন। নারীদের ক্ষমতায়নে মানসম্মত শিশুযত্ন (চাইল্ডকেয়ার) সেবা ও জীবনদক্ষতা প্রশিক্ষণ চালু হবে। গ্রামীণ ও শহরকেন্দ্রিক এলাকায় প্রকল্প সম্প্রসারিত করা হবে, যাতে প্রান্তিক যুবক ও ক্ষুদ্র উদ্যোক্তারা লক্ষ্যভিত্তিক সহায়তা পেতে পারেন।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক গেইল মার্টিন বলেন, ‘এই অর্থায়ন যুবক ও নারীদের জন্য ভালো কর্মসংস্থান ও জীবিকার পথ সুগম করবে’। সিনিয়র সামাজিক সুরক্ষা অর্থনীতিবিদ আনিকা রহমান জানান, রেইজ প্রকল্প ইতোমধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের ৮০% তিন মাসের মধ্যে কর্মসংস্থান নিশ্চিত করেছে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি করেছে।

এ অতিরিক্ত অর্থায়নের পর প্রকল্পের মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০.৭৫ মিলিয়ন ডলার।