নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ

টুইট নিউজ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লি এবং পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ও উপহাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে হাইকমিশনের সামনে জড়ো হয়। ভিডিওতে দেখা যায়, গেরুয়া পতাকা হাতে উত্তেজিত বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
এই বিক্ষোভের আগে, ২০ ডিসেম্বরও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করা হয়েছিল।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্র সচিবের দপ্তরে এসে পাঁচ মিনিটের মধ্যে ফেরেন। ঢাকা সূত্র জানিয়েছে, দিল্লি, কলকাতা ও ভারতের অন্যান্য স্থানে বাংলাদেশি কূটনীতিক ও মিশনের নিরাপত্তা নিয়ে হাইকমিশনারকে তলব করা হয়েছে।






