রাজশাহীতে ১৬ দিন পরে কবর থেকে উত্তোলন শিশু আব্দুল্লাহর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ দিন কবরে থাকার পর আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য উত্তোলন করা হলো শিশু আব্দুল্লাহর মরদেহ। সোমবার রাজশাহীর কর্ণহার থানার উত্তর লক্ষ্মীপুরস্থ গোরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম চক্রবর্তির উপস্থিতিতে লাশটি উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণহার থানার ওসি (তদন্ত) আ: মতিন, পুলিশ ইন্সপেক্টর আব্দুল আজিজ, স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড সদস্যরা, মসজিদের ইমাম এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিশু আব্দুল্লাহ ১৬ দিন আগে মারা গেলে স্বাভাবিক মৃত্যু মনে করে তাকে দাফন করা হয়েছিল। তবে শিশুর আপন মা অভিযোগ করেছেন, এটি সাধারণ মৃত্যু নয় এবং আব্দুল্লাহকে তাঁর সৎ মা নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলেছেন।
পরবর্তীতে আপনারা থানায় হত্যা মামলা দায়ের করলে আদালত সত্য উদ্ঘাটনের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।
পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড। শিশু আব্দুল্লাহর মা ও পরিবারের সদস্যরা ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন।






