খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর যুবদলের দোয়া ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবদল।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর দাশপুকুর বাইপাস মোড়ে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো. নূরুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সদস্য মো. মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, নীরব খান তারেক, মোবারক উদ্দিন পলাশ, বিপ্লব রহমান নাঈম, মোফাজ্জল হোসেন শুভ, যুবদল নেতা মশিউর রহমান হৃদয়, তানভির ফিরোজ, লিয়ন, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহদত হোসেন রনিসহ মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. ইমরান আলী। দোয়া শেষে অসহায় ও শীতার্ত ১০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।