তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী বিভাগ যুবদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় যুবদলের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজশাহী নগরীর অলকার মোড়ের মাস্টার শেফ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের আটটি জেলার নয়টি ইউনিটের যুবদলের শীর্ষ পাঁচজন করে নেতা অংশ নেন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করাই ছিল সভার মূল লক্ষ্য।
প্রস্তুতি সভায় রাজশাহী জেলা ও মহানগর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ ‘সুপার ফাইভ’ হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) ও পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি।
উল্লেখ্য, রাজনৈতিক কারণে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের খবরে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সভায় উপস্থিত নেতারা ২৫ ডিসেম্বরের কর্মসূচি সফল করতে নিজ নিজ ইউনিট থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।






