গোদাগাড়ী উপজেলা এনসিপি কমিটি গঠনে প্রস্তুতি সভা ও অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শাখার আহ্বায়ক কমিটি গঠনের প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সরমংলা ইকোপার্কে এ-ই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলার যুগ্ম সদস্য আব্দুল আলিম এর সঞ্চলনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মোঃ আতিকুর রহমান যিনি রাজশাহী- ১ (গোদাগাড়ী ,তানোর) সংসদীয় আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু এবং সেই সাথে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস এবং গোদাগাড়ী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মুজিবুর রহমান সহ গোদাগাড়ী উপজেলার বিভিন্ন স্তরের মানুষজন।

সভায় আগামীদিনে এনসিপির উপজেলা কমিটি গঠনের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে সৎ, যোগ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা কাজ করবে তাদের দলে নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

অপর দিকে দুপুরের পর রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব মোঃ আতিকুর রহমানসহ আছি জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ গোদাগাড়ীর কাকনহাটে এনসিপির অফিস উদ্বোধন করেন।