বান্দরবানে বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

বড়দিন উপলক্ষে বান্দরবান খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ।
বান্দরবান প্রতিনিধি: খ্রিষ্টধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে পাড়াবাসী, ক্যাথলিক চার্চ ও গির্জায় আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ ২১ ডিসেম্বর (রোববার) বান্দরবান সেনা জোনের আয়োজনে এই আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) বান্দরবান সেনা জোনের আয়োজনে অনুষ্ঠিত এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের জনগণ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সহযোগিতা করে যাচ্ছে। তিনি আরও বলেন, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।
আসন্ন বড়দিন উৎসবকে কেন্দ্র করে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের উৎসব পালন করতে পারেন, সে জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতেও সকল সম্প্রদায়ের উৎসব উদযাপনে সেনাবাহিনী পাশে থাকবে বলে আশ্বাস দেন জোন কমান্ডার।
বড়দিন উদযাপন উপলক্ষে এই কর্মসূচির আওতায় সর্বমোট ৩০০ জন ব্যক্তি, ৭০টি পাড়া এবং ৫০টি চার্চ ও ক্যাথলিক গির্জায় মোট ৫ লাখ ৭৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি আটটি কেক, চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়াও বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পাড়ার কিয়াং ঘর নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা।
এই কর্মসূচির আওতায় তারাছা পাড়ার কিয়াং ঘরের জন্য সামিয়ানা, প্রতীক্ষা পাড়া ও দয়া কুমার পাড়ার কিয়াং ঘরের জন্য টিন, চুয়ান বিল পাড়ার জন্য গেতি এবং লংলাই পাড়ার জন্য ভলিবল, নেট ও জার্সি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান ও সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।







