ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ প্লাজায় প্রধান উপদেষ্টা

টুইট ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে। তার জানাজায় অংশ নিতে সেখানে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২০ ডিসেম্বর) তাকে ওসমান হাদির জানাজার স্থানে দেখা যায়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্র নেতা এবং অসংখ্য সাধারণ মানুষও জানাজায় উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। মানুষের ঢল এবং শোকাবৃত পরিবেশে জানাজার মঞ্চটি যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে।
শহীদ ওসমান হাদির অবদান ও দেশপ্রেমের প্রতিফলন এই শেষ বিদায়ের মূহূর্তেও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে।






