হাদির মরদেহ দেশে পৌঁছালো: বিমানবন্দরে শোকার্ত জনতার ঢল

বাংলাদেশ বিমানের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় মরদেহ, বিমানবন্দরে শোকের পরিবেশ।
টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (শহিদ ওসমান হাদি) মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৫৮৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কফিন জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মরদেহ বের করা হয়।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন ওসমান হাদির পরিবারের সদস্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শোকার্ত জনতা ফুলেল শ্রদ্ধা জানান এবং শ্লোগানে শ্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে।
মরদেহ গ্রহণের পর সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হয়নি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
জানাজা ও দাফনের সময়সূচি
শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর (দুপুর আড়াইটার দিকে) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা (মানিক মিয়া অ্যাভিনিউ) জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে দাফনের জন্য। সরকার শনিবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে।
গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।






