রংপুরে সাংবাদিককে হুমকির অভিযোগ, পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ

পুলিশের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের।

আব্দুল্লাহিল শাহীন, রংপুর: রংপুর জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রংপুর অফিস প্রধান বাদশাহ ওসমানী অভিযোগ করেছেন, পুলিশের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে তাকে এবং অন্য সাংবাদিকদের “দেখে নেওয়ার” হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় রংপুরসহ উত্তরাঞ্চলের সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বাদশাহ ওসমানীর ভাষ্য অনুযায়ী, চলতি মাসের ১১ ডিসেম্বর আমার দেশ অনলাইনে রংপুরের গঙ্গাচড়া মডেল থানার এক উপপরিদর্শকের বিরুদ্ধে ঘুষ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় নবাগত পুলিশ সুপার মারুফত হোসাইনকে।

১৫ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সুপার গঙ্গাচড়া মডেল থানায় গেলে তদন্তের অগ্রগতি জানতে তিনি হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, পরে ফোনে কথা হলে পুলিশ সুপার ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি ও অশোভন ভাষায় কথা বলেন। এরপর থেকেই তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান।

এ বিষয়ে তিনি রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দকে অবহিত করেছেন।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক আব্দুস শাহেদ মন্টু বলেন, কোনো সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা মেনে নেওয়া হবে না এবং প্রয়োজন হলে কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

বিভাগীয় সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট পুলিশ সুপার অতীতেও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, রংপুর জেলা পুলিশ সুপার মারুফত হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পাঠানো বার্তারও কোনো জবাব দেননি।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকে জেনেছেন। তবে পুলিশ সুপার বর্তমানে প্রশিক্ষণে থাকায় তিনি ফিরে এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সূত্র: আমার‌দেশ ও স্থানীয় প্রতি‌নি‌ধি